দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করলো নির্বাচন কমিশন ইসি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।
ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) আহসান হাবিব খান, কমিশনার রাশেদা সুলতানা, আনিসুর রহমান, মো.আলমগীর, যুগ্ম সচিব অশোক কুমার দেবনাথসহ ইসির উর্দ্ধতন কর্মকর্তারা।
অসুস্থ থাকায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সর্বমোট নয়টি বিষযে সময় ভিত্তিক কর্মপরিকল্পনা নেয়া হয়েছে বলে অবহিত করা হয়েছে।
আগামী ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারীর মধ্যে জাতীয় নির্বাচন শেষ করার পরিকল্পনা স্থান পেয়েছে এ রোডম্যাপে।