Home Lead 1 ব্রিটেনের রাজা শেখ হাসিনাকে টেলিফোন করেছেন

ব্রিটেনের রাজা শেখ হাসিনাকে টেলিফোন করেছেন

নিউজ ডেস্ক

by Nahid Himel
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন চার্লস। খবর বাসসর।
টেলিফোন কলে চার্লস সোমবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া তার মায়ের শেষকৃত্যে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দ্বিতীয় রানী এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশে তার সরকার প্রয়াত রানীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং তার চিরশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে। তিনি রাজা তৃতীয় চার্লসকে তার সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment