Home রাজনীতি আন্দোলনের রিহার্সাল চলছে : গয়েশ্বর

আন্দোলনের রিহার্সাল চলছে : গয়েশ্বর

নিউজ ডেস্ক

by Nahid Himel

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন -আন্দোলনের রিহার্সাল চলছে, ফাইনাল খেলা এখনো শুরুই হয়নি’ ।

গতকাল বুধবার বিকেলে মিরপুরে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘ওবায়দুর কাদের প্রায়ই বলেন, আমাগো আন্দোলন করার মোরদ নাই…আন্দোলন নিয়ে কত কথা কয়। এটা মাত্র তো রিহার্সাল, এখনো তো ফাইনাল খেলা আমাদের নেতাকর্মীরা শুরুই করে নাই।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আপনারা যেভাবে জেগে উঠেছেন। এখন আপনারা যেমন পুলিশ দেখলে দৌড় দেন না, সামনে দাঁড়ান। এই সামনে দাঁড়ানোর কাজটা অব্যাহত রাখুন। ’

তিনি বলেন, ‘আজকে রাস্তায় আপনাদের হাতে পতাকাসহ ছোট ছোট লাঠি ছিল। সেই লাঠি রাখতে চেয়েছিল না? আপনারা দেন নাই। এরপরে মোটা মোটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নামতে হবে। প্রত্যেকের হাতে লাঠি থাকবে। কেন থাকবে? আন্দোলনে-সংগ্রামে নেতাকর্মীদের আত্মরক্ষার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়। ’

তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ।

মহানগর উত্তর মিরপুর জোনের উদ্যোগে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জের শাওন প্রধানের হত্যা, পল্লবীসহ সারা দেশে বিএনপির কর্মসূচির হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।

মহানগর বিএনপি উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, যুবদলের মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment