Home বিশ্বমঞ্চ ঢাকায় ভারতীয় নতুন হাইকমিশনার

ঢাকায় ভারতীয় নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক

by Nahid Himel

ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা দায়িত্ব পালন করতে ঢাকায় পৌঁছেছেন । গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত বুধবার রাতে নতুন হাইকমিশনার ঢাকায় এসেছেন বলে ভারতীয় হাইকমিশন জানিয়েছে।

শিগগিরই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের পর তিনি হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন। প্রসঙ্গত, প্রণয় ভার্মা বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হয়েছেন।

গত ২৯ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন। প্রণয় কুমার ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগে নিয়োজিত ছিলেন। তার আগে এ কূটনীতিক ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। ১৯৯৪ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেয়া প্রণয় কুমার কূটনীতিক হিসেবে হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এমকে

এই বিভাগের আরো খবর

Leave a Comment