Home Lead 3 নতুন দুয়ার খুলছে ঢাকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের

নতুন দুয়ার খুলছে ঢাকার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের

২৯-৩১ অক্টোবর উৎসব হবে আসামের শিলচর শহরে

by Nahid Himel

 নিউজ ডেস্ক ৷৷ সিলেট-শিলচর উৎসবের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সঙ্গে সম্পর্কের নতুন দুয়ার খুলতে যাচ্ছে। এরফলে  আগামী অক্টোবরের শেষ সপ্তাহে আসামের শিলচরে অনুষ্ঠিতব্য এই উৎসবে বাংলাদেশ ও ভারত সরকারের একাধিক মন্ত্রী ছাড়াও আসাম, মনিপুর এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। থাকবেন সাংসদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও । বাংলাদেশ ও ভারত উভয়ই লাভবান হবে।

গতকাল  শনিবার (২৪ সেপ্টেম্বর) আসামের শিলচরে সংবাদ সম্মেলনে সেখানকার সাংসদ ডা. রাজদীপ রায় এসব তথ্য জানিয়ে বলেন, এই উৎসবের ফলে ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ আরো বাড়বে।  ব্যবসা ও বিনিয়োগে গতি আসবে।

, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এরপরেই মুখ্যমন্ত্রীরা ঢাকা সফর না করলেও সিলেট-শিলচর উৎসবে অন্তত সেখানকার তিনজন মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাকার মন্ত্রীদের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সম্পর্কের নানা বিষয় নিয়ে দেশদুটির কর্তৃব্যক্তিদের মধ্যে আলোচনা হবে। উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্যের মধ্যে রয়েছে, আসাম, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যাণ্ড ও অরুণাচল প্রদেশ।

গত শনিবার রাতে ডা. রাজদীপ রায় বলেন, ভাষা আন্দোলনের পথিকৃৎ শিলচরে অক্টোবরের শেষ তিনদিন অর্থাৎ ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে শিলচর-সিলেট ফেস্টিভ্যাল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় নয়াদিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশন ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ আয়োজিত তিনদিনের উৎসবে আসাম সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। সহযোগিতায় ফ্রেন্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ছ’জন মন্ত্রী, বারোজন এমপি, শিক্ষাবিদেরা, শিল্পদ্যোগীরা আসছেন শিলচরে। আশা করা হচ্ছে, এই উৎসবে সৃষ্টি হবে সৌহার্দের এক নতুন দিগন্ত। অপরদিকে, ভারতের তরফ থেকে দিল্লির কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিসহ আসাম, মনিপুর ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা থাকবেন এই উৎসবে।

আসামের সঙ্গে ঢাকার সম্পর্কের যে নতুন দুয়ার খুলছে এটি তার প্রথম পদক্ষেপ বলেও জানান ডা. রাজদীপ রায়।

প্রসঙ্গত, আসামের শিলচর শহরের সঙ্গে বাংলাদেশের সিলেট শহরের সড়ক সীমান্ত মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ। ভারতের স্বাধীনতার ৭৫ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজন করা হচ্ছে এই মৈত্রী উৎসব। একদিকে যেমন দুই অঞ্চলের আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে, অন্যদিকে তেমন আলোচনাচক্রে অংশ নেবেন দুই দেশের বিশিষ্টজনরা। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে বাণিজ্যিক সম্ভাবনার দিক খতিয়ে দেখা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment