জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে তিনি রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, রণেশ মৈত্র জাতির পিতার একজন প্রিয়ভাজন মানুষ ছিলেন। সাংবাদিকতা ও সাহিত্যে তার ছিল সাবলীল পদচারণা। তার মৃত্যু শুধু পাবনার নয়, দেশের জন্য অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট, সাংবাদিকদের নিকট অনুকরণীয় ব্যক্তিত্ব রণেশ মৈত্রের মৃত্যুতে দেশ একজন জ্ঞানী-গুণী ব্যক্তিত্বকে হারালো।
তিনি বলেন, রণেশ মৈত্রের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, এক সাথে রাজনীতি করেছি, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। রাজনীতি করতে গিয়ে একসাথে কারাবরণও করেছি। অনেক ত্যাগী একজন মানুষ ছিলেন তিনি। দেশের সংকটের মুহুর্তগুলোতে লেখনীর মাধ্যমে জোরালো ভূমিকা রেখেছেন তিনি। দেশকে অনেক কিছু দিয়ে গিয়েছেন তিনি। ডেপুটি স্পিকার আত্মার শান্তি কামনা করেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম ফারুক প্রিন্স এমপি রণেশ মৈত্রের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় রণেশ মৈত্রের ২ ছেলে ও ২ মেয়েসহ নাতি-নাতনীরা উপস্থিত ছিলেন।
মহান এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পাবনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।