Home Lead 5 ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন ফখরুল: তথ্যমন্ত্রী

ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন ফখরুল: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

by Nahid Himel

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। পঞ্চগড়ের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি।

গতকাল রোববার দুপুরে বোদা উপজেলায় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্প্রতি বোদা উপজেলার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে অথচ তিনি এখনো ঘটনাস্থলে আসেননি। ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়।

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লীগ কখনো মানুষকে বিপদে ঠেলে দেয় না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। ঘটনার পর থেকে সব ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি করতোয়ার আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ করা হবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ সেতুর কাজ শুরু হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment