Home রাজনীতি নির্বাচনে জোট গঠনের বিষয়ে যা বললেন জি এম কাদের

নির্বাচনে জোট গঠনের বিষয়ে যা বললেন জি এম কাদের

নিউজ ডেস্ক

by Nahid Himel

দ্বাদশ সংসদ নির্বাচনে জোট গঠনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

গতকাল সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, নির্বাচনে যাওয়া না-যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার ওপর জাপার ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। সেজন্য তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আওয়ামী লীগে যেজন্য সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি করেছে। আমরা অবশ্যই এর পরিবর্তন চাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। সামনে নির্বাচন। কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। নির্বাচনে সব দল অংশ নেবে কি না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না তা বুঝতে পারছি না।

জি এম কাদের বলেন, দেশের প্রবাসী আয় কমে যাচ্ছে। যেখানে আমদানি ব্যয় বাড়ছে, রিজার্ভ কমে আসছে। এমন অবস্থায় বিভিন্ন মেগা প্রকল্পের যে ঋণ তার বোঝা দেশ কতটুকু বইতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment