বছরটা খুব ভালো যাচ্ছে আলিয়া ভাটের। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ দিয়ে প্রশংসা আগেই শুনেছেন। ‘আরআরআর’ ও ‘ডার্লিংস’ দিয়ে নজর কেড়েছেন সবার। ভালো ব্যবসা করেছে ব্রহ্মাস্ত্রও। শিগগিরই শুনতে যাচ্ছেন মা ডাক। হলিউডে পা রাখতে যাচ্ছেন ‘হার্ট অব স্টোন’ সিনেমা দিয়ে। এবার খুশি হওয়ার নতুন উপলক্ষ পেলেন এ বলিউড অভিনেত্রী। তবে সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে করা তার অভিনয় ‘বছরের সেরা কাজ’ হিসেবে বিবেচিত হয়েছে। সর্বকালের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বড়পর্দার কাজের তালিকা প্রকাশ করে থাকে বিশ^বিখ্যাত ম্যাগাজিন ‘গার্ডিয়ান’। ভালো কাজের তালিকায় টম হ্যাঙ্কস, ক্যামেরন ডিয়াজ, লুপিটা নাইওং’ও এবং জেনিফার লরেন্সের মতো তারকার সঙ্গে উঠে এসেছে আলিয়ার নাম। শুধু গার্ডিয়ান নয়, আলিয়া গত সোমবার তার ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি পুরস্কার হাতে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ টাইমস।’ #টাইম একশ প্রভাবশালী অ্যাওয়ার্ড। অর্থাৎ বিশে^র এই বিখ্যাত ম্যাগাজিনের বিচারেও আলিয়া সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন।
‘গাঙ্গুবাই’-এ আলিয়া এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন, যিনি যৌনপল্লী পুনর্গঠনের উদ্যোগ নেন। লেখক মাইক ম্যাককাহিল আলিয়া সম্পর্কে লেখেন, বাস্তব জীবনের চরিত্র গঙ্গা হারজিবনদাস নিজেকে ধীরে ধীরে এতটাই বড় করেন যে তিনি একজন যৌনকর্মী থেকে ১৯৬০ সালের মুম্বাইয়ের রেড লাইট ডিস্ট্রিক্টের রানী হয়ে ওঠেন। উত্থান-পতনে ভরপুর একটি চরিত্রের পরিপূর্ণ আবেগিক পরিস্থিতি তুলে ধরেন আলিয়া ভাট। আর ঢোলিডা গানের ড্রামের কাজটি চরিত্রের নিজের গল্প শোনায়। সেখানে তিন মিনিটের ছকে সাংস্কৃতিক উদযাপন থেকে শুরু করে ব্যক্তিগত নির্জনতা প্রকাশ করা হয়েছে। যেখানে এ নারীর সব অর্জন ও ক্ষতিকে প্রকাশ করা হয়েছে।
হুসেইন জাইদির বই মাফিয়া কুইনস অব মুম্বাইয়ের ওপর নির্ভর করে সিনেমাটি বানানো। এ সিনেমায় গাঙ্গুবাইয়ের সফর তুলে ধরা হয়। যিনি একটু একটু করে নিজের পদমর্যাদা তুলে ধরেন, এরপর ধীরে ধীরে যৌনপল্লীর উগ্র ম্যাডাম থেকে হয়ে ওঠেন রাজনৈতিক নেতা। সিনেমায় আরও অভিনয় করেন অজয় দেবগণ, বিজয় রাজ, সীমা পাহওয়া ও ইন্দিরা তিউয়ারি। বছরের শুরুতে মুক্তি পাওয়ার পর বেশ প্রশংসা কুড়ায় সিনেমাটি। বিশ্বব্যাপী আয় করে ২০০ কোটি ডলার। নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিনেমাগুলোর একটি হয়ে ওঠে গাঙ্গুবাই।