নাটোরে গুরুদাসপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।অভিযুক্ত শিক্ষকের নাম ফিরোজ আহমেদ। তিনি নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার অভিযোগ থেকে জানা জানায়, গত ১ অক্টোবর সকালে ভুক্তভোগী ছাত্রী ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ফিরোজ তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে রাজশাহীর একটি বাসার আটকে রেখে পিস্তল ও ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে এ ঘটনায় একই দিন রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা ফিরোজ আহমেদসহ আরও দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। তবে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও পালিয়ে যান প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই বলেন, ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিক্ষক ফিরোজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে সরকারি বিধি মেনে জ্যেষ্ঠতার ভিত্তিতে তার স্থানে মোছা. ফরিদা খাতুনকে দায়িত্ব দেয়া হয়েছে।