বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছিল সরকার। তবে, চলতি মাস থেকে অফিসের সময়সূচি এক ঘণ্টা বাড়ানোর গুঞ্জন উঠেছিল। অনেকেই এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এবার বিষয়টি পরিষ্কার করলেন মন্ত্রিপরি"/>
Home মত-দ্বিমত অফিস সময় বাড়ানোর বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

অফিস সময় বাড়ানোর বিষয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছিল সরকার। তবে, চলতি মাস থেকে অফিসের সময়সূচি এক ঘণ্টা বাড়ানোর গুঞ্জন উঠেছিল। অনেকেই এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এবার বিষয়টি পরিষ্কার করলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গতকাল সোমবার (১০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিস সময় বাড়ানোর চিন্তা বা সিদ্ধান্ত এখনও সরকারের নেই।

আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে সময়সূচিতেই অফিস চলবে। আপাতত কোনো পরিবর্তন করা হচ্ছে না।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে চলতি বছরের ২৪ আগস্ট সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার।

একইসঙ্গে সব তফশিলি ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেনের সময় নির্ধারণ করে দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

 

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment