Home বিশ্বমঞ্চ জ্বালানি সংকটের সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ফ্রান্স

জ্বালানি সংকটের সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ফ্রান্স

নিউজ ডেস্ক

by Nahid Himel

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জ্বালানি সংকটের যুক্তরাষ্ট্র সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেছে ফ্রান্স।

দেশটির স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ পুরো বিশ্বের অর্থনীতির বেহাল অবস্থা প্রসঙ্গে জাতীয় পরিষদে বক্তৃতাকালে অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার বলেন, আসন্ন শীতে জ্বালানি সংকটের কারণে ভোগান্তি থেকে বাঁচতে ইতোমধ্যেই জ্বলানির বিকল্প খোঁজা শুরু করেছে জার্মানি, ফ্রান্সসহ একাধিক দেশ। এর মধ্যে ইইউকে চারগুণ দামে গ্যাস বিক্রি করছে ওয়াশিংটন কর্তৃপক্ষ। খবর ব্লুমবার্গের।

তিনি আরও বলেন, ইউক্রেনের সংঘাতের পরিণতি ভোগ করছে ইইউ। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক জ্বালানি বাজারে আধিপত্য বিস্তার করতে দেয়া উচিৎ নয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment