Home মাঠে ময়দানে বড় হারে ফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের

বড় হারে ফাইনালের স্বপ্ন শেষ টাইগারদের

নিউজ ডেস্ক

by Nahid Himel

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ২০৮ রান তাড়ায় সাকিব আল হাসানের দল থামল ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তাই নিউজিল্যান্ডে আগামীকালই শেষ ম্যাচ বাংলাদেশের। তবে তাসমান সাগরপাড়ে ত্রিদেশীয় সিরিজ থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।

কিউই ফাস্ট বোলার মিলন ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে আজ ৩ উইকেট নিলেন। তার গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু।

বেশ কিছুক্ষণ ধরেই প্রয়োজনীয় রান রেট নাগালের প্রায় বাইরেই চলে গেছে, তবে সাকিব লড়াই করছিলেন। বাংলাদেশ অধিনায়ক ৪৪ বলে ৭০ রানের ইনিংসে মেরেছেন ৮টি চার, ১টি ছক্কা। রান তাড়ায় নেমে দুইবার বেঁচে গিয়েও ১২ বলে ১১ করেন শান্ত। বোল্ড হন মিলনের বলে। লিটন দারুণ কিছু শট খেলে হন ব্রেসওয়েলের শিকার। ১৬ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৩ করেন ডানহাতি এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে তবু ২ উইকেটে ৫২ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

এর আগে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের জোড়া অর্ধশতকে বাংলাদেশের সামনে ২০৯ রানের বিশাল টার্গেট দাঁড় করান স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ করেন ২০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন কনওয়ে। এ ছাড়া ২৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিলিপস।

এ দিকে, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম‌্য সরকার, সাইফউদ্দিন ও ইবাদত হোসেন। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment