Home জাতীয় বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি

বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি

নিউজ ডেস্ক

by Nahid Himel

বাংলাদেশে গণতন্ত্র বিকাশে নিরপেক্ষ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এ কথা বলেন।

নির্বাচন নিয়ে সবধরনের সহিংসতা পরিহারের পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

জার্মান বিজনেস কাউন্সিল (জিবিসি)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়াকে স্বাগত জানিয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার বলেন, এটি বাংলাদেশে জার্মান ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

তিনি আশা প্রকাশ করেন, জিবিসি জার্মান ব্যবসায়ীদের পাশাপাশি জার্মান দূতাবাসের জন্যেও একটি উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করবে।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশে ট্রাস্ট হিসেবে নিবন্ধিত হয় জিবিসি। বর্তমানে ট্রাস্টটি ৫টি জার্মান কোম্পানি নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত এবং বাংলাদেশে জার্মান দূতাবাসের অধিভুক্ত।

সংবাদ সম্মেলনে জিবিসি চেয়ারম্যান মো. সাজ্জাদুল হাসান বলেন, প্রতিষ্ঠানটি জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে অন্যতম প্রধান অংশীদার হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment