টলিপাড়ায় উঠতি পরিচালক বাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ফুটবলার মেহতাব হোসেনের জীবনীচিত্র তৈরি করছেন তিনি। ছবির নাম ‘মেহতাব’। শুক্রবার সকালে আচমকাই ফেসবুকে সুকন্যা দত্ত নামের এক অভিনেত্রীর পোস্ট ঘিরে তুলকালাম। ফেসবুকে পরিচালকের সঙ্গে নিজের মেসেজের কিছু স্ক্রিনশট পোস্ট করে যৌন হেনস্থা এবং কুপ্রস্তাবের কথা উল্লেখ করেন তিনি।
এই ঘটনায় আইনি সাহায্য না নিয়ে এক সপ্তাহ পরে হঠাৎ ফেসবুকে ঘটনার কথা লিখলেন কেন তিনি? এই অভিনেত্রী বলেন, ‘উনি অনেক বারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি এক দিন ওঁর স্টুডিওর বাইরে দেখা করি। স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ, বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করে। তখনই আমার মনে হল, আমার সঙ্গে যা ঘটেছে তা সকলকে জানানো উচিত।’
এমএইচ