জেলা পরিষদের নির্বাচনে মানিকগঞ্জের শিবালয়ে হাতে মেহেদি থাকায় ইভিএম ভোট দিতে পারেননি সেলিনা আক্তার শিরিন নামের এক নারী ভোটার। ইভিএমএ মেশিনে আঙুলের ছাপ না ওঠায় তার ভোট নেওয়া সম্ভব হয়নি বলে জেলা নির্বাচন অফিসার নিশ্চিত করেন। আজ সোমবার (১৭ অক্টোবর) শিবালয় উপজেলার হলরুমের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সেলিনা শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, সেলিনা আক্তার ভোট দেয়ার জন্য সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রে যান। এসময় তার ডান হাতের আঙুলের ছাপ নেয়া হলেও বাম হাতের আঙ্গুলের ছাপ মেশিন নেয়নি। ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হন। পরে মানিকগঞ্জ জেলা নির্বাচন শেখ মো. হাবিবুর রহমান পুনরায় চেষ্টা করেও তার আঙুলের ছাপ নিতে পারেননি।
সেলিনা আক্তার কালের কণ্ঠকে বলেন, আমার এক হাতে আঙ্গুলের ছাপ মেশিন নিল। আরেকটায় মেহেদী থাকার কারণে ছাপ নেয়নি। আমি মেম্বার এটা সবাই জানে। আমার ভোটার আইডি কার্ড আছে। ইভিএম মেশিনের কারণে ভোট দিতে পারলাম না। এক পর্যায়ে ক্ষোভ প্রকাশ করতে করতে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে যান তিনি।
মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার শেখ মো. হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, হাতের আঙুলের ছাপ মেশিনে না নিলে কোনভাবেই ভোট নেওয়া সম্ভব না। ওই নারী ভোটার আঙুলে রাসায়নিক রং ব্যবহার করেছেন। এ কারণে হাতে ছাপ মেশিন নেয়নি। ভোটগ্রহণের বিকল্প কোনো ব্যবস্থা নেই বলেও তিনি জানান।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় জেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিবালয় উপজেলায় দুজন পুরুষ সদস্য, চারজন সংরক্ষিত মহিলা এবং চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটের সংখ্যা ৯৩ জন।