Home জাতীয় ‘আমি তারেক রহমানকে কোনোদিন দেখিনি, দেখার ইচ্ছাও নেই’

‘আমি তারেক রহমানকে কোনোদিন দেখিনি, দেখার ইচ্ছাও নেই’

নিউজ ডেস্ক

by Nahid Himel

বাধ্যতামূলক অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, আমি তারেক রহমানকে কোনোদিন দেখিনি, তাকে দেখার ইচ্ছাও নেই।

আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মো. মকবুল হোসেন তার বিরুদ্ধে ওঠা সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, যতদিন বেঁচে আছি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাঁচব। তারেক রহমানকে আমি সরাসরি কখনও দেখিনি। কোনো বিষয় যদি আপনাদের নলেজে আসে, তাহলে পত্রিকায় প্রকাশ করবেন এবং খুঁজে বের করে প্রশ্ন করবেন।

তিনি আরও বলেন, যদি প্রমাণ হয় বিএনপির সঙ্গে আমার যোগাযোগ ছিল, তবে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন। যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, সে বিএনপির লোকের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা হয় না। আমি জানি না কেন আমাকে অবসরে পাঠানো হলো। কিন্তু সরকারের এ রাইট আছে। এ বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই। অতৃপ্তি দেখানোরও সুযোগ নেই। মানুষ নিজেই বড় বিচারক, আমি সেই বিচারকের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত।

সাংবাদিকদের তিনি বলেন, সরকারবিরোধী কোনো অ্যাক্টিভিটিজ (কার্যক্রম) আমার আছে কি না, আপনারা অনুসন্ধান করতে পারেন। যদি থাকে তবে সেটা প্রচার করতে পারেন। আমার পক্ষ থেকে অসুবিধা নেই।

এর আগে রোববার (১৬ অক্টোবর) সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ২৫ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল মো. মকবুল হোসেনের। তার এক বছর আগেই তাকে অবসর দেওয়া হলো।

এই বিভাগের আরো খবর

Leave a Comment