Home জাতীয় শিশুরা হচ্ছে ফুলের বাগানের মতো: হানিফ

শিশুরা হচ্ছে ফুলের বাগানের মতো: হানিফ

নিউজ ডেস্ক

by Nahid Himel

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, শিশুরা হচ্ছে ফুলের বাগানের মতো। শিশুদের মন থাকে কোমল। সেই কোমল মনের হৃদয়ে শেখ রাসেলকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।‘১৯৭৫ সালের ১৫ আগষ্ট সাড়ে ৯ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে ছোট্ট শিশু শেখ রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতি বসিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত। যতদিন জনগণ চাইবে ততদিন আওয়ামী লীগ থাকবে। এতে অন্যের মাথাব্যথা, মনের জ্বালা বা কষ্ট হওয়ার কোনো কারণ নেই।’

এই বিভাগের আরো খবর

Leave a Comment