প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, শেখ রাসেল দিবসের অঙ্গীকার হল সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। তিনি আজ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন 'শেখ  রাসেল' দিবস উপলক্ষে ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনু"/>
Home জাতীয় সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে : জাকির

সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে : জাকির

নিউজ ডেস্ক

by Nahid Himel

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন,
শেখ রাসেল দিবসের অঙ্গীকার হল সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
তিনি আজ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ‘শেখ  রাসেল’ দিবস উপলক্ষে ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তারিধারকে নিশ্চিহ্ন করতে ঘাতকরা শেখ রাসেলকে নৃশংস ও নির্মমভাবে হত্যা করে, কিন্তু তারা সফল হয়নি।
আজকে এক রাসেল থেকে লক্ষ রাসেলের জন্ম হয়েছে। তার নাম ছড়িয়ে পড়েছে দিকদিগন্তে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাতমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।বক্তৃতা করেন গভঃ ল্যাবরেটরি স্কুলে রাসেলের সহপাঠী অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম।
আলোচনা শেষে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্মদিনের কেক কাটা হয়।

facebook sharing button
twitter sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

এই বিভাগের আরো খবর

Leave a Comment