আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনে উজ্জীবিত বিএনপি। চাঙা নেতাকর্মীরা। হামলা-নির্যাতন সব বাঁধা উপেক্ষা করে রাজপথে বাড়ছে তাদের উপস্থিতি। গণসমাবেশ রূপ নিচ্ছে জনস্রোতে। এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্"/>
Home রাজনীতি তিন কারণে বিএনপি নেতাকর্মীরা চাঙা

তিন কারণে বিএনপি নেতাকর্মীরা চাঙা

নিউজ ডেস্ক

by Nahid Himel

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী আন্দোলনে উজ্জীবিত বিএনপি। চাঙা নেতাকর্মীরা। হামলা-নির্যাতন সব বাঁধা উপেক্ষা করে রাজপথে বাড়ছে তাদের উপস্থিতি। গণসমাবেশ রূপ নিচ্ছে জনস্রোতে। এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বাড়ছে আস্থা ও আত্মবিশ্বাস।

এক যুগের বেশি ক্ষমতার বাইরে দলটি। সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে  মামলা।  হামলা-মামলা বিপর্যস্ত দলটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দেশে বিএনপি নেই বলে যারা নানা সময়ে সমালোচনায় ব্যস্ত ছিল তাদের মুখেও এখন উলটো সুর। বিএনপির এ উত্থানের পেছনে কি ‘টনিক’ রয়েছে সে আলোচনাই সর্বত্র। দলটির নীতিনির্ধারক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূলত তিন কারণে উজ্জীবিত দলটি।

এগুলো হচ্ছে-১।সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনমনে সৃষ্ট চাপা ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। ফলে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলেই জনগণও এতে সাড়া দেবে। ইতোমধ্যেই বিভিন্ন সমাবেশে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে তা টের পাওয়া যাচ্ছে।

২। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদেশিদের অব্যাহত চাপ।  আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সবকিছু মিলে ‘এবার কিছু একটা হবে’-এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে।

৩। সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে গড়ে তোলা হচ্ছে বৃহত্তর ঐক্য। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ হওয়ায়  সহজেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবে না।

বিগত সময়ে যারা নিষ্ক্রিয় ছিলেন তারা খোলস ছেড়ে রাজপথে নেমেছে । শুধু নেতাকর্মী নয়, দলটির সমর্থকরাও এখন অংশ নিচ্ছে নানা কর্মসূচিতে। ২২ আগস্ট থেকে জনসম্পৃক্ত ইস্যুতে তৃণমূলে বিক্ষোভ সমাবেশ পালন করে বিএনপি। এসব সমাবেশে অনেক জায়গায় হামলার শিকার হন নেতাকর্মীরা। জারি করা হয় ১৪৪ ধারাও। কিন্তু হামলা এমনকি কোথাও কোথাও ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে তারা। অতীতে পুলিশ দেখে নেতাকর্মীরা পালালেও এখন পালটা রুখে দাঁড়াচ্ছে। তৃণমূলের পর রাজধানীর ১৬টি স্পটে বিক্ষোভ সমাবেশেও ছিল নেতাকর্মীর ঢল। কয়েকটি স্থানে ক্ষমতাসীনরা বাধা দেওয়ার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা পালটা প্রতিরোধ গড়ে তোলে। রাজধানীর কর্মসূচি শেষ হওয়ার পর ১০ বিভাগীয় সমাবেশে গণসমাবেশের ডাক দেয় বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কর্মসূচি পালন করা হয়েছে। এ দুটি গণসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের বাঁধা ও গণপরিবহণ বন্ধের পরও এমন উপস্থিতিতে দল উজ্জীবিত। সবার মধ্যেই ‘ডু অর ডাই’ মনোভাব লক্ষ করা যাচ্ছে। নেতাকর্মীদের এমন উদ্দীপনা আগামী দিনে রাজপথের কর্মসূচিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা।

এই বিভাগের আরো খবর

Leave a Comment