কোভিডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকার লক্ষ্যে হাত ধোয়া চর্চার সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে হাত ধোয়ার সচেতনতা বাড়াতে অংশীজন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
তাজুল ইসলাম বলেন, হাত ধোয়ার চর্চা বাড়াতে শিক্ষা ও সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, হাত ধোয়ার বিষয়ে আমরা পিছিয়ে আছি। এ বিষয়ে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এডিস মশা মোকাবেলা করতেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এজন্য শুরু থেকে নানা উদ্যোগ গ্রহণ করার হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।
previous post