শোবিজ তারকারা কতকিছু নিয়েই না ফারিয়ার চশমা বিড়ম্বনায় থাকেন। এই যেমন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া চশমা নিয়ে রীতিমত ফারিয়ার চশমা বিড়ম্বনায় পড়েছেন। এই যেমন ফারিয়ার চশমা বিড়ম্বনার কথা তিনি নিজে বলেছেন তার ফেসবুকে ভেরিফাইড পেজে। শনিবার (২২ অক্টোবর) তার পেজে চশমা ব"/>
Home রঙ্গমঞ্চ শোবিজ তারকারা ফারিয়ার চশমা বিড়ম্বনা

শোবিজ তারকারা ফারিয়ার চশমা বিড়ম্বনা

নিউজ ডেস্ক

by Nahid Himel

শোবিজ তারকারা কতকিছু নিয়েই না ফারিয়ার চশমা বিড়ম্বনায় থাকেন। এই যেমন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া চশমা নিয়ে রীতিমত ফারিয়ার চশমা বিড়ম্বনায় পড়েছেন। এই যেমন ফারিয়ার চশমা বিড়ম্বনার কথা তিনি নিজে বলেছেন তার ফেসবুকে ভেরিফাইড পেজে। শনিবার (২২ অক্টোবর) তার পেজে চশমা বিষয়ক দেয়া এক পোস্টে এই ফারিয়ার চশমা বিড়ম্বনার কথা বলেন ফারিয়া।

পেজে তিনি লিখেছেন, অনেক সাজগোজ, সুন্দর জামা পরলাম, কোন একটা অনুষ্ঠানে পৌঁছালাম, তারপর আর চোখে কিছু দেখি না! স্টেজে বউ কি পরে আছে তাও দেখি না! এওয়ার্ড শো তে কে কি করছে স্টেজে তাও দেখি না! কারণ চশমা ছাড়া আমি চোখে বেশ কম দেখি! কিন্তু সাজগোজ করার পর চশমা পরতে কেমন লাগে বলেন! কিছু করার নাই, চোখে না দেখার চেয়ে চশমা পরা ভাল ঐ আর কি!

ফারিয়াকে ছোটপর্দায় নিয়মিত দেখা গেলেও বড়পর্দায় কেবল ‘দেবী’ তে অভিনয় করেছেন।

এ বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ছবিতে কাজ করার ইচ্ছা আছে কিন্তু পছন্দমত কোনো গল্প ও চরিত্র পাচ্ছি না। পেলে অবশ্যই করব।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment