বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে জনগণ ফুঁসে উঠেছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নয়াপল"/>
Home রাজনীতি জনগণ ফুঁসে উঠেছে : রিজভী

জনগণ ফুঁসে উঠেছে : রিজভী

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে জনগণ ফুঁসে উঠেছে।

গতকাল শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জনগণের আন্দোলন আর দমানো যাবে না। সরকার বিদায় ছাড়া জনগণের সামনে বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপিকে কোনো বাধাই দমাতে পারবে না। জনগণ হামলা-মামলা নির্যাতনের তোয়াক্কা করে না। সর্বস্তরের জনগণ বিএনপির সঙ্গে মাঠে নেমেছে। খুলনার জনসমাবেশ সেটাই প্রমাণ করে।

রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সদস্য সচিব এনাম আহমেদ, যুবদল মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের আহ্বায়ক সেন্টু, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাউসারসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment