অ্যালপারডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব সেরা গবেষকদের ২০২৩ সালের তালিকায় ওস্থান পেয়েছেন রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান বুলবুল আহমেদ।এছাড়াও এই ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের আরও ৭জন এবছর এই তালিকায় স্থান পেয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের ২০২২ সালের অক্টোবরের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্ব সেরা গবেষকদের তালিকায় বিশ্বের ১১লক্ষাধিক গবেষক স্থান পেয়েছেন। যেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান ও গবেষণা সংশ্লিষ্ট ৪হাজার ৬৯০ জন তালিকায় স্থান পেয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ক্যাটাগরিতে সকল গবেষকদের ভাগ করা হয়েছে। বুলবুল আহমেদ গবেষকদের এই সম্মানিত তালিকায় সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত ৩ বার স্থানপান।
বুলবুল আহমেদ ২০০৭ সাল থেকে বিভিন্ন বেসরকা রিবিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এখন পর্যন্ত দেশেও বিদেশে এ গবেষকের ১৮টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। তার গবেষণার এরিয়া ছিল আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, ই-কমার্স, স্পিসরিক গনিশন, ব্লকচেইনও গ্রীনআইওটি। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পাঠ্য বই লিখেছেন তিনি।
উল্লেখ্য, গবেষকদের গুগলস্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশনস্কোরের ভিত্তিতে বিশ্বের ২১৬টি দেশের ১৯ হাজার ৫১৪টি বিশ্ববিদ্যালয়ের ১১ লক্ষাধিক বিশ্বসেরা গবেষকদের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে এডিসায়েন্টিফিক ইনডেক্স সংস্থা।