Home রঙ্গমঞ্চ আমি ক্ষুধার্ত: রাকুল

আমি ক্ষুধার্ত: রাকুল

বিনোদন ডেস্ক

by Nahid Himel

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং নাকি ক্ষুধার্ত! চলতি বছরের এ পর্যায়ে এসে যার ইতিমধ্যে ৫টি ছবি মুক্তি পেয়েছে এবং মুক্তির মিছিলে আছে আরও কয়েকটি ছবি, তিনি রীতিমত কাজের জন্য ক্ষুধার্ত হয়ে আছেন। এমনটাই জানিয়েছেন এই সুদর্শনা।

বছরটি শুরু হয়েছিল জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ দিয়ে, এরপর একে একে মুক্তি পেয়েছে ‘রানওয়ে ৩৪’, ‘কাটপুতলি’ ও ‘ডক্টর জি’ ছবিগুলো। সবশেষে ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ‘থ্যাংক গড’ ।

এ ব্যাপারে রাকুল বলেন, কাজের মধ্যে ডুবে থাকার আনন্দই আলাদা। আমি কাজের জন্য ক্ষুধার্ত; আমি ওয়ার্কহোলিক। এ বছর পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এবং ভাবছি এরপর কী করবো? আমি সবসময় ‘এরপর কী?’ মুডে থাকি।

তিনি বলেন, পেশাটা আমি এনজয় করছি। আমি সবধরণের ছবিতে নিজেকে মানিয়ে নিতে পারি। চরিত্রে বৈচিত্র্য আনতে পারি। শুধু চাবছরজুড়ে একের পর এক ছবিতে অভিনয় করার প্রস্তাব আসুক। আমি চাই ব্যস্ত থাকি ছবির শুটিংয়ে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment