Home রাজনীতি জনগণ আওয়ামী লীগকে ত্যাজ্য করেছে : রিজভী

জনগণ আওয়ামী লীগকে ত্যাজ্য করেছে : রিজভী

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগকে ত্যাজ্য করেছে।  তারা আর ক্ষমতায় নেই। এখন ক্ষমতায় আছে দেশের জনগণ। সে কারণে তারা জনগণের ওপর জোর-জুলুম চালাচ্ছেন।

গতকাল বুধবার (২৬ অক্টোবর) সকালে নড়াইল শহরে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। আরও শক্তি অর্জন করে গণতন্ত্র পুনরুদ্ধার, হারানো অধিকার ও বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার পরেও খুলনায় বিএপির গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ মানুষ পায়ে হেঁটে, ভ্যানে, ট্রেনে এবং নৌকায় করে সমাবেশে এসেছে।

রিজভী বলেন, এ সরকারের দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে।

পরে তিনি নড়াইল শহরে জেলা বিএনপির সেক্রেটারি মনিরুল ইসলামের বাসভবনে আহত মুন্না, ইয়ার আলী, রূপকুমার, মাহমুদ দারোগা, মনির, শায়রুলসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ডেকে খোঁজখবর নেন এবং তাদেরকে সান্ত্বনা দেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment