শিক্ষায় অবকাঠামো উন্নয়ন যেমন জরুরি, তার চেয়ে শিক্ষার পরিবেশ তৈরি করা বেশি জরুরি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, শিক্ষকের মনে প্রশান্তি ও উৎসাহ তাকলে শিক্ষার পরিবেশ সত্যিই যথার্থ হয়ে উঠবে। আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চেষ্টা করছি।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও ভূমিকা রাখতে পারেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ে অন্তত দুইজন করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাব্যবস্থা থেকে অপবাদগুলো দূর করার চেষ্টা করেছি। তার মধ্যে একটি প্রশ্ন ফাঁস– সেটা বন্ধ হয়েছে। তারপরও দু-একটি জায়গায় প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়। এটা যেন আর না হয় সেজন্য সবাইকে খুব সচেতন
আগামী বুধবার (২ নভেম্বর) পিএফইসি গ্লোবালের ধানমণ্ডি অফিসে সকাল ১০টা ৩০মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।
আগ্রহী শিক্ষার্থীরা আগামী ইনটেকের জন্য তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন। ইভেন্টে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি স্কলারশিপ ও ইন্টার্নশীপ নিয়েও আলোচনা করার সুযোগ পাবেন।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য থাকছে ১০০% পর্যন্ত স্কলারশিপ এবং আবেদন ফি ছাড়াই অস্ট্রেলিয়ায় আবেদন করার সুযোগ।
ইভেন্টে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার। এছাড়া যে সকল শিক্ষার্থীরা স্পট অ্যাডমিশন নিবেন তারা পাবে একটি ব্লুটুথ এয়ারপড। এছাড়াও পিএফইসি এর মাধ্যমে ভিসা জমা দিলে রয়েছে একটি ট্যাব পাও৯