Home রঙ্গমঞ্চ সোনমের পার্টিতে ড্রেস নিয়ে কটাক্ষে ভূমি

সোনমের পার্টিতে ড্রেস নিয়ে কটাক্ষে ভূমি

বিনোদন ডেস্ক

by Nahid Himel

সোনম কাপুর আয়োজিত পার্টিতে শাড়ি নিয়ে কটাক্ষ শুনতে হল বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকারকে।

দীপাবলির রাতে সোনম কাপুরের পার্টিতে হাজির হয়েছিলেন বলিপাড়ার অনেক তারকারাই। তাদের মধ্যে পার্টিতে ছিলেন ভূমিও। আর সেই পার্টিতেই ভূমিকে ড্রেস নিয়ে কটাক্ষ করেন নেটিজেনরা। এমনকি তাকে বিতর্কিত পোশাক নিয়ে চর্চায় থাকা অভিনেত্রী উরফির সঙ্গেও তুলনা করা হয়।

পার্টিতে ভূমি হাজির হয়েছিলেন সাদা শাড়ি এবং সাদার ওপর রুপালি জরির কারুকাজ করা ব্লাউজে। শাড়িও বুকের বরাবর দু’ভাগে বিভক্ত। আর এই পোশাক নিয়েই শুরু হয় জল্পনা-কল্পনাসহ হাসাহাসি। অনেকেই আবার দাবি করেছেন এ পোশাক অশ্লীল আবার অনেকেই বলছেন, এই পোশাকে ভূমিকে একদম উরফির মতো লাগছে।

ভূমি একাই নই, ইদানিং যেকোনো বলিউড অভিনেত্রী একটু ভিন্ন ধরণের পোশাক পরলেই তাকে উরফির সঙ্গে তুলনা করার সঙ্গে নানা রকম বাজে মন্তব্যের স্বীকার হতে হচ্ছে।

 

 

 

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment