Home ৬৪ জেলা ফুলবাড়ীতে এক চার্জার রিক্সা চালকে গলা ফুটা করে হত্যা

ফুলবাড়ীতে এক চার্জার রিক্সা চালকে গলা ফুটা করে হত্যা

দিনাজপুর ফুলবাড়ী থেকে সংবাদদাতা-

by Nahid Himel

দিনাজপুরের ফুলবাড়ীতে মোহাম্মদ আলী জনি ওরফে জনি আহম্মেদ (২০) নামে এক চার্জার রিক্সা চালককে গলা ফুটা করে হত্যা করেছে দুরবৃত্তরা।

গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গির হাট সড়কের রাজারামপুর গোয়ালপাড়ার সন্নিকটে একটি নির্জন ইউক্লিপ্টার্স বাগানে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় ইউ বাগান থেকে রিক্সা চালক মেহাম্মদ আলী জনি ওরফে জনি আহম্মেদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রিক্সা চালক জনি আহম্মেদ উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিন বাসুদেবপুর ডাঙ্গা গ্রামের আতাউল্ল্যা ওরফে আতাউরের ছেলে। পরিবারের সদস্যরা জানায় নিহত রিক্সা চালক জনি আহম্মেদ শনিবার বিকালে রিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়, এর পর আর সে বাড়ী ফিরেনি, রোববার সকালে প্রতিবেশিদের মুখে তার মৃত্যুর খবর পেয়েছেন।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন স্থানীয় বাসীন্দাদের মাধ্যমে খবর পেয়ে জনি আহম্মেদ ওরফে মোহাম্মদ জনির মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আসলাম উদ্দিন বলেন প্রাথমিক তদন্তে দেখা যায় মৃতদেহটির গলায় ধালালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতে রিক্সা চালক জনির আহম্মেদের মৃত হতে পারে বলে তিনি অনুমান করছেন। তিনি আরো বলেন বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই আপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment