বিএনপি বাংলাদেশে থাকলেও তাদের অন্তরে পাকিস্তান রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আপনারা (বিএনপি) চাইলে পাকিস্তানে চলে যান। এতে আমাদের কোনো আপত্তি নেই। গতকাল রোববার (৩০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন"/>
Home রাজনীতি বিএনপি পাকিস্তান চলে যাক, আপত্তি নেই : হানিফ

বিএনপি পাকিস্তান চলে যাক, আপত্তি নেই : হানিফ

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপি বাংলাদেশে থাকলেও তাদের অন্তরে পাকিস্তান রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আপনারা (বিএনপি) চাইলে পাকিস্তানে চলে যান। এতে আমাদের কোনো আপত্তি নেই।

গতকাল রোববার (৩০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। বিএনপি যদি আবারও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তবে এবার তাদের পাকিস্তানে পালিয়ে যেতে হবে। এ ছাড়া আর কোনো সুযোগ পাবে না।

সমাবেশে হানিফ বলেন, দেশের অর্থনীতির ৭০ শতাংশ আসতো কৃষি খাত থেকে। এ জন্য বঙ্গবন্ধু কৃষিকে গুরুত্ব দিয়েছিলেন। তার পথ ধরেই আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment