Home জাতীয় উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

নিউজ ডেস্ক

by Nahid Himel

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ১৯৩ জন এবং অন্যান্য ক্যাডারের ৬৬ জন কর্মকর্তা রয়েছেন।

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।পদোন্নতির তালিকায় বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ১০ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আরও রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিবরাও।পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment