নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।শিল্প সচিব হিসেবে তিনি বদলির আদেশাধীন ছিলেন।সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর শিল্প সচিব জাকিয়া সুলতানাকে ২৭ অক্টোবর এই পদে নিয়োগ দেয় সরকার।যদিও তিনি এই পদে যোগ দেননি।এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে ।২০২১ সালের ২৬ জানুয়ারি রাজশাহীর বিভাগীয় কমিশনার থেকে হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়েনিয়োগ দেওয়া হয়।তিনি বিসিএস দশম ব্যাচের কর্মকর্তা।