বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে।
গত রোববার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফারুক হাসান বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, নিটওয়্যারে ৯ শতাংশ এবং ওভেন রপ্তানি কমেছে ৫৬ শতাংশ। চলতি অক্টোবর মাসে প্রবৃদ্ধি আরও কমবে। নভেম্বর মাসে এটি আরও হ্রাস পাওয়ার শঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। স্থানীয় পর্যায়ে গ্যাস-বিদ্যুতের সংকটের প্রভাব শিল্পেও পড়েছে। ফলে শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে।
তিনি বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ। রপ্তানিমুখী শিল্পকারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হোক। আমি সরকারকে আরও একটি অনুরোধ করব, আমাদের উৎসে কর এখন এক শতাংশ করা হয়েছে। এটি পূর্ববর্তী বছরের ন্যয় একই রাখা হোক।