যশোরের মনিরামপুরে জুমার বয়ানরত অবস্থায় মাও. আবুল কাশেম নামের এক ইমামের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে মোহনপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের বাসিন্দা। মনিরামপুর উপজেলায় তাবলীগের একটি দল পরিচালনা করতেন তিনি।
মাওলানা আবুল কাশেম কর্মজীবনে মনিরামপুর ফাজিল মাদরাসায় শিক্ষকতা করতেন। তাবলীগ জামায়াতের সদস্য হাসান আল মামুন বলেন, হুজুর কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুরে নিজ এলাকার মোহনপুর জামে মসজিদে মিম্বারে বসে তিনি জুমার বয়ান করছিলেন। বয়ানে হুজুর বলছিলেন, ‘এ মিম্বারে বসে অনেকে বয়ান করেছেন। তারা এখন বেঁচে নেই। একদিন আমিও থাকব না। ‘
তিনি আরো বলেন, আয়াত পড়ার পর হুজুর মেঝেতে পড়ে যান। তখন মুসল্লিরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।