Home রাজনীতি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে: ফখরুল

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে: ফখরুল

নিউজ ডেস্ক

by Nahid Himel

ক্ষমতাসীনদের  ‘অন্যায়-অত্যাচারের’ বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের পতন ঘটাবই। বিজয় আমাদের হবেই। সরকারের দমন-পীড়নে গণজাগরণ দমানো যাবে না বলেও হঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না-এটা আমি কোনো গুরুত্ব দেই না। কারণ তার বিরুদ্ধে অসংখ্য গ্রেফতারি পরোয়ানা, অসংখ্য মামলা, তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। তাতে কি তারেক রহমানের কিছু যায় আসে? দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আছে ‘সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কী ভয়’। আমি তো সমুদ্রে বাসা বেঁধেছি। সুতরাং এক ফোঁটা শিশিকে ভয় পাই না। আজকে সারা বাংলাদেশের মানুষ ওই শপথ নিয়ে জেগে উঠেছে। এই ভয়াবহ দানবীয়, কর্তৃত্ববাদী সরকারকে পতন ঘটাবেই ঘটাবে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নিরব, ঢাকা মহানগরের রফিকুল আলম মজনু, যুবদলের মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, ইসহাক সরকার, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment