Home রাজনীতি শনিবারের হামলায় ঘটনায় ইশরাকসহ বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

শনিবারের হামলায় ঘটনায় ইশরাকসহ বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে। এই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়ে‌ছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মাহিলাড়ায় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় পাল্টা হামলা এবং আওয়ামী লীগের দলীয় অফিস ও যানবাহন ভাঙচুরের ঘটনায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বিএনপির ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। গ্রেফতার এড়াতে আত্মগোপন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপ’র বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে শনিবার (৫ নভেম্বর) গাড়ি বহর নিয়ে বরিশাল আসছিলেন ঢাকা দক্ষিনের সাবেক মেয়র প্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া এলাকা অতিক্রমকালে   হামলা চালিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের হামলায় স্থানীয় যুব ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক বিলাশ কবিরাজকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান, বরিশাল জেলা (উত্তর) যুবদলের সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু ও মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সজল সরকারসহ ৭০ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শনিবার (৫ নভেম্বর) রাতে গৌরনদী থানায় মামলা করেন আওয়ামী লীগ কর্মী পরিবহন শ্রমিক রাসেল রাঢ়ি।

দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৪২৭, ১১৪-সহ বিস্ফোরক উপাদানবলী আইনের ১৯০৮ এর ৩, ৪ ও ৫ ধারায় বেআইনী জনতাবদ্ধ হয়ে মারধর, অফিস ভাঙচুর এবং পেট্রোল বোমা হামলা করার অভিযোগ করা হয়েছে। থানার উপ-পরিদর্শক শাহজাহানকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এ মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে আজ ররিবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment