তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর ৯ বছর পর পাওয়া গেছে তার কবর। আলোচিত এই তালেবান নেতার মৃত্যু এবং কবরের বিষয়ে এতদিন তথ্য গোপন ছিল। ১৯৯৬-২০০০ মেয়াদে আফগানিস্তানে সরকার গঠন করা তালেবানের প্রধান ছিলেন মোল্লা ওমর। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে ক্ষমতাচ্যুত হন ত"/>
Home বিশ্বমঞ্চ ৯ বছর পর জানা গেল কোথায় মোল্লা ওমরের কবর

৯ বছর পর জানা গেল কোথায় মোল্লা ওমরের কবর

নিউজ ডেস্ক

by Nahid Himel

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর ৯ বছর পর পাওয়া গেছে তার কবর। আলোচিত এই তালেবান নেতার মৃত্যু এবং কবরের বিষয়ে এতদিন তথ্য গোপন ছিল।

১৯৯৬-২০০০ মেয়াদে আফগানিস্তানে সরকার গঠন করা তালেবানের প্রধান ছিলেন মোল্লা ওমর। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে ক্ষমতাচ্যুত হন তিনি। ওই সময় আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে উৎখাত করা হয়।

এ ঘটনার পর মোল্লা ওমরকে কোথাও দেখা যাচ্ছিল না। ২০১৫ সালে তালেবান স্বীকার করে যে, দুই বছর আগে তার মৃত্যু হয়েছে। কিন্তু কোথায় তার কবর সে সম্পর্কে মুখ খোলেননি তখন।

মোল্লা ওমরের কবর জাবুল প্রদেশের সুরি জেলার ওমরজোর গ্রামে। শত্রুরা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য বিষয়টি গোপন ছিল। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার (৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেছেন।

মুজাহিদ বলেন, শুধু পরিবারের সদস্যরা মোল্লা ওমরের কবরের ব্যাপারে জানতেন। এখন আমরা সমাধিস্থলটি উন্মুক্ত করেছি। কারণ, এখন আর শত্রুর ভয় নেই।

৫৫ বছর বয়সে মোল্লা ওমর মারা গেছেন। সোভিয়েত বাহিনী আফগানিস্তান দখলের পর ১৯৯৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় তালেবান প্রতিষ্ঠা করেছিলেন মোল্লা ওমর।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment