Home রঙ্গমঞ্চ মধ্যরাতে মিমকে শাসালেন পরী মণি

মধ্যরাতে মিমকে শাসালেন পরী মণি

বিনোদন ডেস্ক

by Nahid Himel

মিমের সঙ্গে রাজের অতি মাখামাখি পরীমনির সংসারে ঝামেলার কারণ বলে জানালেন অভিনেত্রী। পরীমনি বলেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। ’

ব্যাবসায়িক ছুতোয় দুজনের আলাপ চলে রাতভর- যা পরীমনির সংসারের দ্বন্দ্বের অন্যতম কারণ বলে অভিযোগ। এ প্রসঙ্গে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের।

এখন তোমাদের ব্যাবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝরাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। ’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন পরীমনি। এই পোস্টে মিমের সঙ্গে পরীমনির সাম্প্রতিক সময়ের সম্পর্ক যে ভালো ছিল তা অনুমান করা যায়।

মিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমেই পরীমনি বলেন, ‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশজন আননোন লোকে বলতেই পারে, কিন্তু তুমি কী করে এটা বলো?’

পরীমনি নিজেও চেয়েছেন দুজন জুটিবদ্ধ হয়ে কাজ করতে। এমনটাই জানিয়ে বলেন, ‘যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিংরুমে আমার সাথে এই নিয়ে কত কথা বললাম। ’

সাম্প্রতিক সময়ের একটি বিষয় টেনে পরীমনি বলেন, ‘এই তো সেদিন ইনফিনিটি সিজন-২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কী করে ভুলে গেলি রে ভাই। পাঁচ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।

নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিলো বলে মিমকে শাসিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরী মণি।

সেই পোস্টে সবার আগে রায়হান রাফিকে ট্যাগ করে পরী মণি উল্লেখ করেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। এরপর মিমকে ট্যাগ করে ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত’ বলে শাসিয়ে দেন।

সবশেষে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, সবকিছু এতদূর গড়াতে দেয়া ঠিক হয়নি তোমার।

তবে মধ্যরাতে পরী মণি কেন এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে বলেই আশা করছেন নেটিজেন ভক্ত-অনুরাগীরা।

এই বিভাগের আরো খবর

Leave a Comment