Home মাঠে ময়দানে বিশ্বকাপ নিয়ে ছেলের আগ্রহ দেখে ‘চাপে’ মেসি

বিশ্বকাপ নিয়ে ছেলের আগ্রহ দেখে ‘চাপে’ মেসি

নিউজডেস্ক

by Nahid Himel

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। তাদের এবারের দলটাও দারুণ। দেশবাসীর মতো মেসির সংসারেও বিশ্বকাপের উচ্ছাস ছড়িয়ে পড়েছে।বড় ছেলে থিয়াগো বিশ্বকাপ নিয়ে এতটাই মাতোয়ারা যে মেসির জন্য সেটা নাকি বাড়তি ‘চাপ’ হয়ে আছে!

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণার পর এক সাক্ষাতকারে মেসি বলেছেন, ‘পুরো দেশ তাকিয়ে আছে, তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। আমি আন্তোনেল্লার (মেসির স্ত্রী) কথা ভাবি। থিয়াগো সারাদিন জাতীয় দলের বিভিন্ন ভিডিও দেখে। আমাদের মধ্যে কথা হয়- ম্যাচে সম্ভাব্য ক্রস, আমাদের প্রতিদ্বন্দ্বী, আমরা কবে যাচ্ছি, কবে প্রথম ম্যাচ, কবে দ্বিতীয়- এসব নিয়ে সে নার্ভাস, উদ্বিগ্ন। সত্যি বলতে, তার এত আগ্রহ মারাত্মক চাপ সৃষ্টি করছে। ‘

আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।  ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই। মেসিকে সঙ্গ দিতে তার পুরো পরিবার কাতারে যাচ্ছে। এই নিয়ে টানা পঞ্চম বিশ্বকাপে খেলবেন মেসি। শেষ আসরে কি ঘুচবে তার বিশ্বকাপ শিরোপা জয়ের আক্ষেপ?

এই বিভাগের আরো খবর

Leave a Comment