Home ৬৪ জেলা ভালুকা উপজেলা আওয়ামী লীগ ৷৷ কমিটির বয়স ১৯ ; ১৭ নেতাই মৃত !

ভালুকা উপজেলা আওয়ামী লীগ ৷৷ কমিটির বয়স ১৯ ; ১৭ নেতাই মৃত !

নিউজ ডেস্ক

by Nahid Himel

তিন বছর পর পর কমিটি হওয়ার কথা থাকলেও ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির বয়স প্রায় ১৯ বছর। এ সময়ে ৬৭ সদস্যের উপজেলা কমিটির ১৭ নেতা মৃত্যুবরণ করেছেন। এ তালিকায় রয়েছেন সভাপতিও। ফলে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে।

তবে আগামী ২৭ নভেম্বর ভালুকা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণার পর সরব হয়ে উঠেছেন উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। উপজেলার সর্বত্রই এখন আলোচনার বিষয়—কারা হচ্ছেন উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। দলের সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন জোর প্রচারণা। তাঁরা পুরো এলাকায় ঘুরে তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। সম্মেলন উপলক্ষে কর্মী-সমর্থকদের টানানো ব্যানারে ছেয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকা।

kalerkantho

দলীয় একাধিক সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে তৎকালীন স্থানীয় এমপি ডা. এম আমানউল্লাকে সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট ভালুকা উপজেলা কমিটি গঠিত হয়। এরই মধ্যে কমিটির সভাপতি, তিনজন সহসভাপতি, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর দুই সদস্যসহ উপজেলা আওয়ামী লীগের ১৭ সদস্য মারা গেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন সম্মেলনে উপজেলার দলীয় সভাপতির সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু, বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ ওয়াহেদ প্রমুখ। সাধারণ সম্পাদক প্রার্থীর তালিকায় আছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

এ ব্যাপারে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি বলেন, ‘তৎকালীন সময়ে দায়িত্ব নিয়ে উপজেলা ছাত্র ও যুবলীগকে সুসংগঠিত করেছিলাম। দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে মানুষ ও এলাকার উন্নয়নে কাজ করছি। এবার দলের দায়িত্ব নিয়ে দলকে আরো শক্তিশালী করতে চাই। ’

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘দলীয় আদর্শে ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবলীগ হয়ে মূল দলের দায়িত্ব পালন করছি। প্রতিকূল সময়েও কখনো দলের আদর্শচ্যুত হইনি। আশা করছি, দল আমার বিষয়টি বিবেচনা করবে। ’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘ভালুকা উপজেলা আওয়ামী লীগের নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ত্যাগী নেতাদেরই কমিটিতে রাখা হবে। ’

এই বিভাগের আরো খবর

Leave a Comment