
বলিউডের অন্যতম হটেস্ট ডিভা বিপাশা বসু ৷ বেশ কয়েক বছর ধরে বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি বিপাশাকে ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

২০০১ সালে আজনবি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ৷ সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

এছাড়াও বেশ কয়েক বছর ধরে বহু ছবিতে অভিনয় করেছিলেন ৷ যেমন জিসম, রাজ, নো এন্ট্রি, ওমকারা, ধূম, বাচনা অ্যায় হাসিনও-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

বেশ কিছু মিউজিক ভিডিও-তেও বিপাশাকে অভিনয় করতে দেখা গিয়েছে ৷ তু অ্যান্ড স্টোলেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

অভিনয় ছাড়াও ব্যকতিগত জীবনের কারণে বিপাশার জীবন বর্ণময় হয়ে উঠেছে ৷ ১৯৯৬-২০০২ দিনো মোরিয়া এবং জন আব্রাহামের সঙ্গে ২০০২-২০১১ সম্পর্কে ছিলেন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

অ্যালোন ছবিতে অভিনয় করার সময় সহকর্মী করণ সিং গ্রোভারের সঙ্গে প্রেমে পড়েন ও তাঁকে বিয়ে করেন ৷ ২০১৬ সালে ৩০, এপ্রিলে বিয়ে করেছিলেন তিনি ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

বিপাশা বসুর সেরা হট ছবিতে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

দারুণ ভঙ্গিতে বিপাশা বসু ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

বিপাশা বসু ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

মোহময়ী বিপাশা বসু ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷