Home রঙ্গমঞ্চ ৪০ মিনিটে কত টাকা নিচ্ছেন নোরা ফাতেহি

৪০ মিনিটে কত টাকা নিচ্ছেন নোরা ফাতেহি

নিউজ ডেস্ক

by Nahid Himel

একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ৪০ মিনিটের ওই অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৫ লাখ টাকা। এর বাইরেও তার ঢাকায় আসা-যাওয়া এবং থাকা বাবদ কিছু খরচ রয়েছে।

গতকাল বুধবার (১৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহিকে ঢাকায় আনছে উইমেন লিডারশিপ করপোরেশন। প্রতিষ্ঠানটির একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন নোরা।

নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার বিষয়ে এনবিআরে জমা দেওয়া আবেদনপত্র অনুযায়ী, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য ১১ লাখ ৮০ হাজার রুপি পারিশ্রমিকে (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা) ঢাকা আসছেন নোরা ফাতেহি। তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুটিংয়ে অংশ নেবেন। এসময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন নোরা।

নোরা ফাতেহি ঢাকায় অবস্থানকালে বেসরকারি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। সেখানে তার জন্য খরচ হবে ১০ হাজার টাকা। এ ছাড়া বিমান ভাড়াসহ তার সম্ভাব্য যাতায়াত খরচ ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

পারিশ্রমিকের ওপর ৩০ শতাংশ উৎসে করের পাশাপাশি বাড়তি ২৫ শতাংশ মূসক বা ভ্যাট দিতে হবে অভিনেত্রীকে। আয়োজকরা বলছেন, কর দিয়েই ঢাকায় আসছেন নোরা ফাতেহি। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী ৩০ শতাংশ অগ্রিম করও দেওয়া হয়েছে।

নোরার  বাংলাদেশ সফরে বাধাদানকারী শাহজাহান গ্রেপ্তার

নোরা ফাতেহির বাংলাদেশ সফরে বাধাদানকারী শাহজাহান ভূঁইয়া গ্রেপ্তার

 

আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল নোরা ফাতেহি। তার এই সফর ঘিরে বেশ জলঘোলা হয়েছে। তবে এখন আর কোনো শঙ্কা নেই।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অনুমতি পত্রে তাঁকে ঢাকায় আসার অনুমতি দেয়া হয়েছে। তাঁকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছেন উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত মারিয়া স্বর্ণা।

এদিকে নোরা ফাতেহির বাংলাদেশে সফরকে বাধাগ্রস্ত করায় মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া রাজুকে গ্রেপ্তার করেছে ডিবি। খবরটি নিশ্চিত করেছেন ইশরাত মারিয়া স্বর্ণা।

তিনি বলেন, একটা মহল চাচ্ছিলো না অনুষ্ঠানটা হোক। এখন পর্যন্ত অনুষ্ঠানটি আটকানোর জন্য তারা সব ধরনের চেষ্টা করেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মিথ্যা প্রচারণা চালিয়েছে। যে কারণে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি

 

ইশরাত মারিয়া স্বর্ণা

ইশরাত মারিয়া স্বর্ণা আরও বলেন, মিরর গ্রুপের শাহজাহান ভূঁইয়া রাজু আমার সঙ্গে যুক্ত হয়েছিলো। সে বলেছিলো, অনুষ্ঠানটি করতে সাহায্য করবে। কিন্তু একটা পর্যায়ে এসে অনুষ্ঠানটি আটকানোর জন্য সরকারের সব মহলে অভিযোগ দিয়েছে। যেটি ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই।

তথ্যমন্ত্রী বলেন, নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী। কাতার বিশ্বকাপের আইটেম গানে তিনিই পারফর্ম করবেন। একটি প্রতিষ্ঠান তাঁকে বাংলাদেশে এনে অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়। সে জন্য আমরা অনুমতি দিয়েছি। যদি ভ্যাট বা ট্যাক্স আদায়ের কোনো বিষয় থাকে, সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তাদের নেই।

তিনি আরও বলেন, আমরা যেহেতু অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দিয়েছি। সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।

মুক্তা দিয়ে তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন নোরা ফাতেহি

Nora Fatehi took the storm after wearing pearl underwear
মুক্তা দিয়ে তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন নোরা ফাতেহি

বর্তমান সময়ে বলিউডের আইটেম গার্ল হিসেবে যার নাম সবার উপরে, তিনি হলেন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি। মরোক্কান-কানাডিয়ান এক পরিবার থেকে বেড়ে উঠেছেন কানাডায়। বিনোদন জগতে নিজের নাম লেখাতে কানাডা থেকে এসেছিলেন ভারতে। তবে শুরুটা মসৃণ ছিল না নোরার। নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার।

বলিউডে এই শিল্পীর পথ চলা শুরু ‘রোর : টাইগার্স অফ দ্য সুন্দরবন’দিয়ে। বিগ বস-৯ এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগদান করেন নোরা। মাত্র ৩ সপ্তাহ পরেই বিগ বস থেকে বিদায় নিতে হয় তাকে। এই তিন সপ্তাহেই ব্যাপক জনপ্রিয়তা পান। সেই থেকে নোরা ফাতেহি ভারতের এক নতুন সেনসেশনের নাম। এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি আপলোড করেছেন নোরা। সেখানে তিনি প্রাচীন ভারতীয় নারীর সাজে ধরা দিয়েছেন। পরেছেন মুক্তা দিয়ে তৈরি দামী এক অন্তর্বাস। সাদাকালো ছবিটি আপলোডের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামেই লাইক পেয়েছে ছবিটি প্রায় সাড়ে ১৬ লাখ।

তিনি ‘টেম্পার’, ‘বাহুবলী : দ্য বিগিনিং’ও ‘কিক ২’চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘দিলবার’গানে তার নাচ ঝড় তুলেছে পুরো উপমহাদেশের তরুণদের মধ্যেই।

 

পি

এই বিভাগের আরো খবর

Leave a Comment