রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি।
বিকল্প কোনো স্থান না চেয়ে শুধু এখানের জন্যই পুলিশের কাছে অনুমতি চেয়েছে দলটি। বিএনপির একাধিক নেতা বলেন, ঢাকা বিভাগীয় গণসমাবেশে বাধা আসবে-এমনটা ধরে নিয়েই তারা প্রস্তুতি শুরু করেছেন।
তাই এক্ষেত্রে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ককেই তারা নিরাপদ মনে করছেন। পরিবহণ ধর্মঘট ডাকা হলে কয়েকদিন আগ থেকেই নেতাকর্মীদের ঢাকায় আসতে হবে।
টানা অবস্থান নেয়ার কোনো পরিকল্পনা না থাকলেও টানা তিন দিন তাদের সেখানেই থাকতে হবে। নয়াপল্টনে সমাবেশ হলে সেক্ষেত্রে তাদের থাকা ও খাওয়া এমনকি কোনো বাধা এলে তা মোকাবিলা করা সহজ হবে।
কারণ কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের অলিগলি সবই পরিচিত। গুরুত্বপূর্ণ অনেক নেতার বাসাও রয়েছে সেখানে। সবকিছু বিবেচনা করে নয়াপল্টনেই কর্মসূচি পালনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সেভাবেই নেয়া হচ্ছে প্রস্তুতি।
তবে বিকল্প ভাবনাও রয়েছে। নয়াপল্টন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ। বেশকিছু বিষয়ে নিশ্চয়তা পেলে বিকল্প এ স্থানে সমাবেশ করতে পারেন তারা। এক্ষেত্রে গণসমাবেশের আগে কোনো ধরনের গণপরিবহণ ধর্মঘট ডাকা যাবে না।
১০ ডিসেম্বর রাজধানীতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ দুটি বিষয় নিশ্চয়তা পেলে শেষ মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নিতে পারে বিএনপি।
গণসমাবেশের অনুমতি ও নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি অবহিত করতে মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে যান।
বিএনপির এক নেতা বলেন, পুলিশের পক্ষ থেকে নয়াপল্টন বাদে বিকল্প কোনো স্থানে সমাবেশ করা যায় কিনা জানতে চাওয়া হয়। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাহলে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া অ্যাভিনিউ দেন।
তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ করবে বলে শোনা যাচ্ছে। আর মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবন এলাকা। সেখানে রাজনৈতিক সমাবেশ হয় না।
বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ হবে না-এমন নিশ্চয়তা দিতে পারি। বিএনপি নেতাদের কথা শুনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সবকিছু বিবেচনা করে কোথায় অনুমতি দেয়া যায় তা পরে জানানো হবে। নয়াপল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ করা যায় কিনা তা হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপির প্রতিনিধি দল।