বিএনপি সমাবেশের নামে যদি আবারো কোনো অগ্নিসন্ত্রাস, জনগণের কোনো ক্ষতি করে তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
Home রাজনীতি বিএনপি সমাবেশের নামে জনগণের ক্ষতি করলে উপযুক্ত জবাব দেব: বাহাউদ্দিন নাছিম

বিএনপি সমাবেশের নামে জনগণের ক্ষতি করলে উপযুক্ত জবাব দেব: বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপি সমাবেশের নামে যদি আবারো কোনো অগ্নিসন্ত্রাস, জনগণের কোনো ক্ষতি করে তাহলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

গতকাল শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই মুহূর্তে আমরা আমাদের সম্মেলন নিয়ে ব্যস্ত। আমরা বিএনপি-জামায়াতকে নিয়ে ভাবতে চাই না। তাদের নিয়ে কোনো ভাবনা বা মাথা ব্যথা কোনোটাই নেই আমাদের। তারা ১০ তারিখ সমাবেশ করতে যাচ্ছে, করবে। তবে তারা যদি সমাবেশের নামে আবারো কোনো অগ্নিসন্ত্রাস করে, জনগণের কোনো ক্ষতি করে, সরকারি সম্পদ নষ্ট করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

তিনি জানান, আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের সহযোগিতা করতে রাজধানীর প্রতিটি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তারা একটা নির্দিষ্ট রঙের ড্রেস পরা অবস্থায় থাকবে। সারা দেশ থেকে আসা বয়োবৃদ্ধসহ অন্যান্য কাউন্সিলরদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য সহযোগিতা করবেন এসব স্বেচ্ছাসেবকরা।

এর আগে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি সভায় সভাপতিত্ব করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউর হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, বিজয়ের মাসে এ সম্মেলন বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জন, সাফল্য, গৌরবগাথা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন। সেই সংগঠনের সম্মেলনকে ঘিরে দেশব্যাপী একটা অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

77Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

এই বিভাগের আরো খবর

Leave a Comment