Home জাতীয় বাসস’র সাংবাদিক-কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি

বাসস’র সাংবাদিক-কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি

নিউজ ডেস্ক

by Nahid Himel

ঢাকা, ২১ নভেম্বর, ২০২২ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) গতকাল সংস্থার সাংবাদিক-কর্মকর্তাদের জন্য জাতীয় অখন্ডতা কৌশল, ই-গভর্নেন্স, চতুর্থ শিল্প বিপ্লব এবং তথ্যের স্বতঃপ্রচারের উপর চারটি পৃথক প্রশিক্ষণ অধিবেশনের আয়োজন করেছে।
বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বাসস বোড রুমে প্রথম দু’টি অধিবেশনে সভাপতিত্ব করেন এবং শেষ দু’টি অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়েরর অতিরিক্ত সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ জাতীয় অখন্ডতা কৌশল বিষয়ে প্রথম অধিবেশন পরিচালনা করেন এবং তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সালাহ উদ্দিন তথ্যের স্বতঃ প্রচারের ওপর দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রোগ্রামার সাইফুল ইসলাম ই-গভর্নেন্স এবং উদ্ভাবন এবং চতুর্থ শিল্প বিপ্লবের  চ্যালেঞ্জ এবং সামনের পথের ওপর তৃতীয় ও চতুর্থ সেশন পরিচালনা করেন।
প্রথম দুই সেশনে উপস্থিত ছিলেন বাসসের প্রধান বার্তা সম্পাদক (সিএনই) সমীর কান্তি বড়ুয়া, সিএনই (বাংলা) রুহুল গণি জ্যোতি, সিটি এডিটর মধুসূদন মন্ডল এবং চিফ রিপোর্টার তারেক আল নাসের।
অন্যদের মধ্যে, উপ-প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক তথ্যের স্বতঃপ্রচারের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment