Home রাজনীতি আ. লীগ সন্ত্রাস ছাড়া টিকতে পারে না: ফখরুল

আ. লীগ সন্ত্রাস ছাড়া টিকতে পারে না: ফখরুল

নিউজ ডেস্ক

by Nahid Himel

আওয়ামী লীগ সন্ত্রাস ছাড়া টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গতকাল সোমবার (২২ নভেম্বর) মোহাম্মদপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুর বাসায় তার স্ত্রীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ভাষায় কথা বলছে। সরকার রাজনৈতিক সমস্যার সমাধান না করলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। রাজা রাজা ভাব থেকে গণতন্ত্রের সংস্কৃতি নষ্ট করেছে আওয়ামী লীগ। আ. লীগ সন্ত্রাস ছাড়া টিকে থাকতে পারে না।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গভীর সংকটে পড়েছে। সেই সঙ্গে দেশকেও সংকটে ফেলেছে।

সিরাজগঞ্জের স্থানীয় সংসদ সদস্যের প্রত্যক্ষ মদদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, পুলিশের উপস্থিতিতেই আক্রমণ করা হয়। সে সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। সিরাজগঞ্জে তারা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে। সে জন্য টুকু ও তার স্ত্রীকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment