বেসরকারিভাবে জ্বালানি আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারিভাবে আমদানিকৃত জ্বালানি সংশ্লিষ্ট উদ্যোক্তারা রিফাইন করতে পারবেন। রিফাইনারি জ্বালানি মনিটরিং করবে বিএসটিআই।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদসচিব বলেন, জ্বালানি তেলের দাম আগে শুধু বিআরসি নির্ধারণ করত। এখন বিশেষ পরিস্থিতিতে সরকার জ্বালানির দাম নির্ধারণ করবে।
তিনি বলেন, সম্প্রতি তেলের দাম বৃদ্ধির বিষয়ে জ্বালানি সচিবকে আগামী দুই একদিনের মধ্যে বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।