কয়েকদিন আগে কাতার ফুটবল ফ্যান ফেস্টের মঞ্চ মাতিয়েছেন নোরা ফাতেহি। ভারতীয় না হয়েও বিশ্বকাপ ফুটবলে বলিউডের প্রতিনিধিত্ব করেছেন এই আইটেম গার্ল। শুধু তাই নয়, বিশ্বকাপের থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন তিনি।
এদিকে কাতার থেকে দেশে ফিরে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের (ইডি) তলব পড়েছে নোরার। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি মানি লন্ডারিং মামলায় অন্যতম অভিযুক্ত তিনি। ইতিমধ্যেই ইডির অফিসে পৌঁছেছেন অভিনেত্রী। যদিও কিছুদিন আগেই এই মামলার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। এই একই মামলায় নোরাকেও জেরা করেছিল ইডি।
ইডির মতে, নোরা ও জ্যাকুলিন—দুজনেই সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য দামী উপহার নিয়েছেন। মানি লন্ডারিং মামলায় শুক্রবার ফের নোরাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। যদিও এর আগেও একাধিকবার নোরাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল, কিন্তু বস্তুগত প্রমাণের অভাবে তাকে বারবার ডাকা হচ্ছে ইডি দফতরে।
দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা দ্বারা নোরাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পরে, তার মুখপাত্র নিশ্চিত করেছেন যে, ‘নোরা মামলার শিকার হয়েছেন। তিনি শুধুমাত্র একজন সাক্ষী হয়ে তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা করছেন। তিনি কোনো মানি লন্ডারিং কার্যকলাপের অংশ নেননি।’
সুকেশ চন্দ্রশেখর বর্তমানে কারাগারে রয়েছেন, তার বিরুদ্ধে ফোর্টিস হেলথ কেয়ারের প্রাক্তন প্রবর্তক শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের মতো ব্যক্তিসহ বিভিন্ন লোককে প্রতারণা করার অভিযোগ রয়েছে।