নীলফামারীর কিশোরগঞ্জে নারী পিয়নকে ধর্ষণের দায়ে হাবিবুল ইসলাম নামে এক শিক্ষককে রোববার কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে কিশোরগঞ্জ থানায় মামলা করেন সদর ইউনিয়নের ওই নারী পিয়ন।
থানা সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওই ভুক্তভোগী নারী পিয়ন পদে চাকরি করেন। বিয়ের প্রলোভনে হাবিবুল দীর্ঘদিন ধরে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন। শনিবার রাতে ওই পিয়নের ঘরে অনৈতিক অবস্থায় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। বিয়েতে রাজি না হওয়ায় ওই নারী বাদী হয়ে আটক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফা আখতার জানান, ওই প্রধান শিক্ষক ও পিয়নের ঘটনাটি শুনেছি, থানা থেকে রিপোর্ট আসলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে ও ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।