বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নিত্যপণ্যের ব্যাপারে চিন্তা করার কিছু নেই। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি। ডলারের বিপরীতে দেশে টাকার দাম কমেছে। এ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অসচ্ছল এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি অব্যাহত রেখেছি। এ অবস্থার আর অবনতি হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, বড় ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা দুই-চার দিনের মধ্যে এলসি ওপেন করবেন। বর্তমানে আমদানি পণ্যের যে স্টক রয়েছে তা যথেষ্ট। তবে রমজান মাসের জন্য বিশেষ আমদানির ব্যবস্থা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাও এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এ দলে ছোটখাটো সমস্যা থাকে, অতৃপ্ততা থাকে, না পাওয়ার দুঃখ থাকে। কিন্তু দিন শেষে তারা আবার ঐক্যবদ্ধ হয়েই কাজ করে। সিটি নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে যদি সমস্যা থেকে থাকে তবে সেটি দ্রুত সমাধান হয়ে যাবে। এছাড়া নির্বাচন কমিশন সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের কথা যদি চিন্তা করে থাকে তবে সেটি ভালো। ইভিএম আধুনিক পদ্ধতি, সেটি বাস্তবায়ন করা দরকার।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলার সদ্য নিযুক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, বদলিকৃত জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।